ঢাকা: ধানের শীষের পোশাক পরে নজর কেড়েছেন ইউনুস হাওলাদার। সারা শরীরের ধান আর ধান। টুপিও বানিয়ে ফেলেছেন ধানের শীষ দিয়ে।
খিলখেত ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ধানের শীষের পোশাক পরে মো. ইউনুস হাওলাদার ঢাকায় পৌঁছে গেলেন।
তিনি পটুয়াখালীর জেলার দুমকী উপজেলার শ্রীরামপু ইউনিয়নের রাজাখালী গ্রামের বাসিন্দা।
স্হানীয়রা জানান,বিএনপির রাজনীতির সাথে জড়িত ইউনুস হাওলাদার দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পদে দায়িত্বে আছেন।
ইউনুস হাওলাদার নিজের পরিশ্রমে ও সামর্থ্যে প্রায় ২০ কেজি ধান সংগ্রহ করে ধানের শীষের আদলে তৈরি করেছেন এই পোশাকটি।
লোকজন তাঁকে বলছেও ‘ধানের শীষের মানুষ’।
