ঢাকা: আবেগে পরিবেশ নষ্ট। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন।

আবেগে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা। সবাই আপ্লুত। তাই পরিবেশের কথা সেভাবে আর মনে নেই কারো।

তারেক রহমানকে দেওয়া সংবর্ধনায় লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এতে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিটে বর্জ্য আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

সবচেয়ে দুঃখজনক হচ্ছে, পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে রাস্তার গাছগুলো নষ্ট করে ফেলা হয়েছে।

আরো দুঃখজনক শত শত জাতীয় পতাকা পায়ের নিচে পড়ে আছে।

শুধু রাজনীতি করলেই হবে? পরিবেশ সুস্থ রাখার কথা চিন্তা করতে হবে না? দেশের পতাকা পদদলিত হচ্ছে, এটি গ্রহণযোগ্য?

এই বর্জ্য অপসারণে মাঠে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন বলে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *