ঢাকা: ‎বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। প্রথম দিন দুটি ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হচ্ছে। টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিলেটে। ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়।

সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স।

সিলেট পর্ব শেষে চট্টগ্রামে বিপিএল যাবে, এরপর ঢাকাতে।

অ্যাশেজের চতুর্থ টেস্টও শুরু হয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল।

‎মেলবোর্ন টেস্ট-১ম দিন

‎অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ‎শুরু হয়েছে ভোর ৫-৩০ মি., স্টার স্পোর্টস ১ ও ২

‎বিপিএল

‎সিলেট-রাজশাহী ‎বেলা ৩টা, টি স্পোর্টস ও নাগরিক

‎চট্টগ্রাম-নোয়াখালী ‎সন্ধ্যা ৭-৪৫ মি., টি স্পোর্টস ও নাগরিক

‎বিগ ব্যাশ লিগ

‎সিক্সার্স-স্টারস ‎বেলা ১-০৫ মি., স্টার স্পোর্টস ১

‎স্করচার্স-হারিকেনস ‎

বিকেল ৪-১৫ মি., স্টার স্পোর্টস ১

‎তৃতীয় নারী টি-টোয়েন্টি

‎ভারত-শ্রীলঙ্কা ‎সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১

‎এসএ টোয়েন্টি

‎কেপটাউন-ডারবান ‎রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ২

‎ইংলিশ প্রিমিয়ার লিগ

‎ম্যান ইউনাইটেড-নিউক্যাসল ‎
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *