চাঁদপুর: শীতকালে ঘন কুয়াশায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। প্রায়ই দুর্ঘটনার খবর আসে।

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ লাগে। এই ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ১০/১২ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

চাঁদপুরে মেঘনা নদীতে আসার পরেই ঘন কুয়াশার জন্য ধীর গতিতে চলছিল লঞ্চটি। এই ঘন কুয়াশায় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *