ঢাকা: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৮৫টি। বুধবার (২৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আসলে ‘অপারেশন ডেভিল হান্ট’—এই নামটাই এখন প্রতারণা। বাস্তবে এটি কোনো অপরাধ দমন নয়; এটি মূলত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত রাজনৈতিক নিধন ও জনভীতি সৃষ্টির অভিযান।
২৪ ঘন্টায় ৮৫৯৭ জন গ্রেপ্তার প্রমাণ করে দিয়েছে—ইউনুস সরকারের কাছে আইনশৃঙ্খলা মানে হলো গণগ্রেফতার।
দেশজুড়ে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে গ্রেপ্তারদের বড় অংশ হচ্ছে সাধারণ মানুষ, আওয়ামী লীগের নিরীহ সমর্থক এবং আদালত থেকে জামিনে থাকা নেতাকর্মী।
মামলা ছাড়াই তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ভুয়া মামলা তো আছেই।
জামাতি সরকার তার এজেন্ডা বাস্তবায়ন করছে।
উনুস সরকার প্রমাণ করেছে—তারা জনগণের নয়, তারা দমন-পীড়নের সরকার।
এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
