ঢাকা: হাদি হত্যা টোটালি একটা মেটিকুলাস ডিজাইন। ঠিক ৫ আগস্টের মতো। একটা লাশ প্রয়োজন ছিলো আবু সাঈদের মতো। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয় জ্বালাও পোড়াও।

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধের ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আজ থেকে এই শাহবাগের নাম আমরা ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করলাম। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন রাজপথ থেকে সরবে না।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

ওসমান হাদি একজন কট্টরপন্থী মৌলবাদী এবং ভারত বিরোধী।

উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *