ঢাকা: ওরা বলছে, আমরা সবাই হাদি হবো। এইতো হাদির রূপ। হাদির সেই বিখ্যাত স্লোগান যদি ধরতে না পারে, তাহলে কিসের হাদি? হাদির পরিচয় তো অশ্লীল স্লোগানে!

ইউনূস তো বলেই দিয়েছেন, হাদির অপূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে। ইউনূসের কথায়, ‘তুমি যা বলে গিয়েছ, সেটি যেন আমরা পূরণ করতে পারি।’

‘ভারতবিরোধী’ হাদির ইচ্ছা পূরণ করছে তার ভক্তরা।

স্লোগানে ঝরে ঝরে পড়ছে অশ্লীলতা।ইনকিলাব মঞ্চের প্রতিবাদ হচ্ছে, হাদির শিষ্যরা অশ্লীল গালি দিয়েই চলেছে।

পবিত্র জুম্মার নামাজ শেষে টুপি মাথায় দিয়ে যে শ্লোগান এটা আপনি জামাত ইসলাম বা ছাত্রশিবির করলেই কোনোরকম সংকোচ ছাড়া দিতে পারবেন। এটা সবাই পারবে না।

এসব অশ্লীল ভাষা এবং মিথ্যা বলা তাও টুপি মাথায় দিয়ে এটা তাদের দলীয় ট্রেনিং। দাড়ি টুপি এসব তাদের লেবাস মাত্র।

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আম্মার ভারত বিরোধী স্লোগান তোলেন।

স্লোগান চলল রাতভর। দেওয়া হয় মোদীর বিরুদ্ধে স্লোগানও। স্লোগান ওঠে – ‘সেফ হাউজ অফ টেরোরিস্ট, ইন্ডিয়া ইন্ডিয়া’; ‘মোদী মোদী, ফাদার অফ টেরোরিস্ট’।

মূলত এরা দেশের পরিস্থিতি খারাপ দিকে নিয়ে যাচ্ছে প্রতিদিন।

এগুলো কী দাবি নাকি যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করার কৌশল। এখন তারেক রহমান দেশে আসায় জামাত শিবিরও চাপে।

শুক্রবার রাত পেরিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল হলেও দেখা গেছে এখনো শাহবাগে অবস্থান করছেন হাদি ভক্তরা।

তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেছেন। দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন ছাত্রজনতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *