ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতেই বড় দুঃসংবাদ। দ্বিতীয় দিনে মাঠেই অসুস্থ হয়ে প্রয়াত হলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মেহবুব আলি।

হঠাৎ করে এমন ঘটনায় হতভম্ব দেশবাসী। আচমকাই দেখা যায় মাঠে লুটিয়ে পড়েন তিনি।

তাঁকে সিপিআর দেওয়া হয়। এবং দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন।

ম্যাচ তখনো শুরু হয়নি, যখন ঘটনাটি ঘটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হতে তখন আর মিনিট কুড়ি বাকি।

সে সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মেহবুব আলি। তাঁকে ভর্তি করা হয় সিলেটের আল হারমাইন হাসপাতালে।

তবে অ্যাম্বলেন্সেও নাকি শ্বাসপ্রশ্বাস সচল ছিল মেহবুবের।

ঢাকা ক্যাপিটালস থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।

এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।

তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই’।

যখন লুটিয়ে পড়েন সে সময় তাৎক্ষণিক দলের ফিজিও তাঁর সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবে বাঁচানো যায়নি। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *