কেরানীগঞ্জ: মাদ্রাসা তো ধর্ম কর্ম করার জায়গা! এখানে বোমার কাজ কী? এখানে বোমা তৈরির কেমিক্যাল, ককটেলের কাজ কী? অবশ্য এই কাজের উত্তর আপনি এই অন্তর্বর্তী সরকারের কাছেও পাবেন না, আবার যারা গান বাজনায় আক্রমণ চালাচ্ছে, শিশু মারছে, হিন্দু মারছে তাদের কাছেও পাবেন না।

উল্টে প্রশ্ন করলে সাথে সাথে ট্যাগ দেয়া হবে। হয় আওয়ামী লীগ নাহয় ভারতের দালাল, নাহয় হিন্দু! এই তো চলছে দেশজুড়ে!

এদিকে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে চারজন আহত হয়ে পড়ে আছেন।

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণ ঘটেছে! হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসাটিতে শুক্রবার দুপুরে বিস্ফোরণ ঘটে।

সেখানে সম্ভবত বোমা বানানো হতো। মাদ্রাসায় বোমা তৈরি হচ্ছে? এ তো রীতিমতো বোমা বিস্ফোরণ!

এই ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে মাদরাসাটি।

সেখান থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন- মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।

বিস্ফোরণে কেঁপে উঠেছে কেরানিগঞ্জ এলাকা। বেআইনি কার্য চলছে ধর্মের নামে অথচ বাড়ির মালিক জানেন না এতদিন? কিংবা প্রশাসন? সরকার? সবাই এই দেশে অন্যায়ের প্রতি বধির, অন্ধ!

এমন কি আরো আছে? হয়তো আছে! প্রশ্ন জনগণের!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *