ফরিদপুর: মৌলবাদী, জিহাদীদের বাঙালির সংস্কৃতি, গান বাজনা পছন্দ নয়। তাই একে একে বাংলাদেশ থেকে সব নিষিদ্ধ হচ্ছে।
এবার ফরিদপুরে নিষিদ্ধ হলো ঘুড়ি উৎসব।
বাঙালি এই ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে সংস্কৃতির অতীত সমৃদ্ধির অতীতকে স্মরণ করে থাকে। এটি একটি বিশুদ্ধ প্রতিযোগিতা।
কিন্তু আজ এই দেশে সংস্কৃতি নেই। আছে অপসংস্কৃতি, আরবীয় সংস্কৃতি।
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) সংগীতানুষ্ঠানে হামলার পর আট বছর ধরে চলে আসা নবমবারের মতো বর্ণিল ঘুড়ি উৎসব স্থগিত করা হয়েছে।
প্রতিবছর গ্রামবাংলার ঐতিহ্য বর্ণিল ঘুড়ি উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলেই অন্যান্য বছরের মতো শহরের পদ্মার পাড় ধলার মোড়ে ঘুড়ি উৎসব আয়োজনের কথা ছিল।
তবে উৎসব হবে না। সকালে বন্ধের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা তারপরে সব বন্ধ করে দেন।
এই বিষয়ে মতামত দিয়েছেন তসলিমা নাসরিন।
“জিহাদিরা গান বাজনা পছন্দ করে না। তাই গানের উৎসব পণ্ড। জিহাদিরা ঘুড়ি উৎসব পছন্দ করে না, তাই ঘুড়ি উৎসব স্থগিত। জিহাদিরা নৃত্য নাটক সংস্কৃতি সাহিত্য পছন্দ করে না, তাই শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত”।
