ঢাকা: বাংলাদেশে ক্রমেই কট্টরপন্থা বাড়ছে। জঙ্গীচাষ বাড়ছে দিনে দিনে। এর মধ্যে জাতীয় নির্বাচন আসন্ন।

এহেন পরিস্থিতিতে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সেটা মাদ্রাসা নয়, বোমা তৈরির কারখানা ছিলো।

এর আগে বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর মতো অনেকেই ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথা বলেছে।

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎দক্ষিণ কেরাণীগঞ্জের মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ছয়জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

গ্রেফতারকৃত শাহিন ওরফে আবু বক্কর (৩২), আমিনুর ওরফে দর্জি আমিন (৫০), শাফিয়ান রহমান ফকির (৩৬), আছিয়া বেগম (২৮), ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুনকে এ মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখযোগ্য যে, শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান পুরুষ আসামিদের সাত দিন ও নারী আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *