ঢাকা: বিভিন্ন সময় খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, তবে তাঁর শারীরিক সুস্থতা কামনা করেছেন লেখক তসলিমা নাসরিন।
তবে আজ অফিসিয়াল ঘোষণা করা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।
আজ কী বললেন তসলিমা নাসরিন? প্রশ্ন করেছেন তাঁর বইয়ের ওপর যে নিষেধাজ্ঞা ছিলো তা কি ওঠানো হবে এবারে?
ফেসবুকে তিনি লিখেছেন:
“খালেদা জিয়া তো মারা গেলেন। ৮০ বছর বয়স হয়েছিল। গৃহবধু থেকে পার্টি-প্রধান হয়েছেন, ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সফল একটি জীবন কাটিয়েছেন। দীর্ঘ একটি জীবন।
শেখ হাসিনা তাঁকে দুবছর জেলের ভেতরে রেখেছিলেন, সেই সময় ছাড়া ৮১ সালের পর থেকে তাঁর দুর্ভোগ বলতে কিছু ছিল বলে আমার মনে হয় না। অসুখ বিসুখের কষ্ট সবারই থাকে, তাঁরও ছিল”।
তসলিমা প্রশ্ন তুলেছেন “ভাবছি তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে কি যে বইগুলো তিনি ব্যান করেছিলেন, সেগুলো থেকে ব্যান উঠে যাবে না? উঠে যাওয়াই তো উচিত।
তিনি আমার লজ্জা ব্যান করেছিলেন ১৯৯৩ সালে।
উতল হাওয়া ব্যান করেছিলেন ২০০২ সালে।
ক ব্যান করেছিলেন ২০০৩ সালে।
সেই সব অন্ধকার ব্যান করেছিলেন ২০০৪ সালে।
বেঁচে থাকাকালীন তিনি তো বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি। তাঁর মৃত্যুই যদি বাকস্বাধীনতাকে এখন রক্ষা করে। করবে কি”?
এর আগেও বহুবার তিনি খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাঁকে নিষিদ্ধ করার ব্যাপারে দুই সময়ের প্রধানমন্ত্রীকে একই কাতারে ফেলেছেন তসলিমা।
এর আগেও লিখেছেন:
“খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এই অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
আমার লেখা লজ্জা, উতল হাওয়া, ক, সেইসব অন্ধকার একে একে নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল। দেশে আর প্রবেশ করতে দেয়নি”।
