ঢাকা: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন।
আজ, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বলে প্রকাশ করা হয়েছে।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরা শোকে মূহ্যমান।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা।
এবং একইসাথে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সমস্ত কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় বিএনপি।
খালেদা জিয়ার মৃত্যুর কারণ হিসেবে একাধিক জটিল শারীরিক সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত গুরুতর অসুস্থতা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
চিকিৎসকদের মতে, ফুসফুসের
সংক্রমণ থেকে তাঁর নিউমোনিয়া হয়, যা পরবর্তীতে শ্বাসযন্ত্র বিকল হওয়ার দিকে যায়। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে যেমন গণ্ডগোল, সমালোচনা রয়েছে, তেমনি হলো মৃত্যু নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় একটাই কথা ঘুরছে বেগম খালেদার মৃত্যু আজকে হয়নি, অনেক আগে হয়েছে। তবে এই মৃত্যুর খবর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিলো। অবশেষে আজ প্রকাশ করা হলো।
