ময়মনসিংহ: বাংলাদেশে আবারো হিন্দু নিধন। হিন্দুদের এই দেশে থাকার কোনো অধিকারই নেই। এই দেশ বোধহয় শুধু মুসলমানদের। দেশ থেকে হিন্দু নিঃশেষ না হওয়া পর্যন্ত এই মৌলবাদীরা থামবে না।
দীপু দাস, সম্রাটের পর আবার বাংলাদেশে খুন করা হল এক হিন্দু যুবককে। নিহতের নাম বজেন্দ্র বিশ্বাস।
ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা নোমান নামের এক আনসার সদস্যের গুলিতে অপর এক আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪২) নিহত হয়েছেন।
বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল পুলিশ।
তাঁরা দুজনেই সুলতানা সোয়েটার্স লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
জানা যায়, সন্ধ্যা নাগাদ একসঙ্গেই বসেছিলেন দু’জনে। তখন নোমানের বন্দুক থেকে নাকি ‘ভুল করে’ গুলি গিয়ে লাগে বজেন্দ্র বিশ্বাসের শরীরে।
তা ভুল করে কী করে গুলি লাগে, তা জানা যায়নি।
সেই গুলি বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লেগেছিল সেই গুলি। রক্তপাত হতে থাকে। তারপরই সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেই সময় বজেন্দ্র বিশ্বাসের শারীরিক পরীক্ষা করে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন ।
