ঢাকা: ১২০ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস দিয়েছে দপ্তর।
রাজধানী ঢাকাসহ সারা দেশেই আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে কিছু মেঘলা আকাশ, সারা দেশের আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকতে পারে।
আর ঘন কুয়াশা পড়তে পারে রাতে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গাতেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শীত বাড়বে। কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।
২ এবং ৩ জানুয়ারি সারা দেশে রাত আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, বর্ধিত ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে শীত বাড়বে ব্যাপক।
