ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এস. জয়শঙ্কর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

এর আগে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি তার দৃষ্টি ও ঐতিহ্য আমাদের অংশীদারিত্বকে প্রেরণা দিতে থাকবে”।

জয়শঙ্করের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারত বিরোধিতা থেকে শুরু করে সংখ্যালঘু নিধন, এইসব দিকেই নজর আছে ভারতের।

সবমিলিয়ে ভোটমুখী বাংলাদেশে জয়শংকরের যাত্রাকে কূটনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *