ঢাকা: স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিন বিকাল সাড়ে ৪টা নাগাদ জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।
এর পর তাঁকে স্বামীর সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এদিন দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়। লক্ষ লোকের সমাগম হয়।

লাখো মানুষের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা সম্পন্ন হয়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা ও তিন বাহিনীর প্রধান জানাজায় উপস্থিত ছিলেন।
বেগম খালেদার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এসেছেন নেপাল ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়াকে অন্তিম বিদায় জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার, ইইউ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কাতারসহ ৩২ দেশের রাষ্ট্রদূত।
