ঢাকা: শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা, করুণ সময়ের মধ্যে আমরা পা রাখলাম আরো একটা নতুন বছরে আশা, প্রত্যাশা নিয়ে।
স্বাগত ২০২৬! বিশ্বজুড়ে মানুষ আতশবাজি, পারিবারিক জমায়েত এবং নতুন বছরের সংকল্পের মাধ্যমে শুরু করেছেন সালটা, সকালটা।
ইংরেজি নতুন বছরের শুভক্ষণে সোনার বাংলা24 পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, লেখক, সাংবাদিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের জীবন সুন্দর, সত্য হোক।
নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য, আশার আলো।
আমাদের সাথে পথচলার জন্যে পাঠককুলকে অসংখ্য ধন্যবাদ।
আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থেকে ন্যায়ভিত্তিক, সত্যনিষ্ঠ সাংবাদিকতা তুলে ধরার জন্য অবিচল থাকব।
২০২৬- নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয়,পুরোনো কষ্ট পেছনে ফেলে নতুন স্বপ্ন বোনা।
এই বছরে দূরত্ব যতই থাকুক,
ভালোবাসা থাকুক আগের চেয়েও গভীর আর দৃঢ়।
নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার।
