ঢাকা: খালেদা জিয়া মারা গেছেন। এর মধ্যে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নয়া সূচনা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকাল, বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির হন ভারতের ডঃ এস জয়শঙ্কর।
খালেদা জিয়ার ছেলে তারেকের হাতে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা তুলে দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
আর তাতেই মোদী বলেন,’বাংলাদেশের উন্নতির পাশাপাশি ভারত ও বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে উনি একাধিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। (খালেদা জিয়ার) প্রয়াণে অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তাঁর স্বপ্ন ও আদর্শ চিরকালের মতো অম্লান থাকবে।
আমি নিশ্চিত যে আপনার (তারেক) দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁর আদর্শ মেনে এগিয়ে যাবে। সেইসঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের নয়া সূচনা ও আরও সমৃদ্ধশালী করে তোলার ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে তাঁর আদর্শ।’
এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি ভারতের রাজধানীর চাণক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উপস্থিত হন।
সকালেই রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে পৌঁছান। সেখানে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংরক্ষিত শোকপুস্তিকায় নিজের শোকবার্তা লিখে শ্রদ্ধা জানান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শোকবার্তায় রাজনাথ সিং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেছেন, পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন।
