গাজীপুর: ইউনূস আমলে যা হবার নয় তাই হচ্ছে। ইউনূসের জামাতি প্রশাসন মানুষকে তুলে দেয় মবের হাতে, মানুষ পুড়িয়ে মারা হয়, পুলিশ নীরব!

কখনো পুলিশের গাড়ি থেকেই আসামি পালিয়ে যায়, আর এবার তো মাদক কারবারীর হামলার শিকার হলো পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এমন ঘটনায় চার পুলিশ আহত হয়েছে। পুলিশ যদি হামলার শিকার হয় তাহলে আমি জনতার নিরাপত্তা কোন জায়গায়?

পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে তারা। মাদক কারবারিরা লাঠিসোঁটা নিয়ে এসে পুলিশের উপর হামলা চালায়। আর পুলিশ মার খেয়ে যায়।

পরে তারা পুলিশের হাতে গ্রেপ্তার চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়েও নেয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় এই লজ্জাজনক ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দশজনকে গ্রেপ্তার করে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদককারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক অস্ত্র চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনায় যারা আহত হয়েছেন তাঁরা হলেন শ্রীপুর থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন।

উক্ত হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *