ঢাকা: মব সন্ত্রাসযুক্ত বাংলাদেশ।বাংলাদেশে মব সন্ত্রাসে মৃত্যু ২০২৫ সালে কোথায় কোথায় বেশি, সেই পরিসংখ্যান তুলে ধরে আসকের রিপোর্ট বলছে, রাজধানী ঢাকায় এই সংখ্যা সর্বাধিক।

ঢাকায় মব সন্ত্রাসে মৃতের সংখ্যা ২৭, গাজিপুরে ১৭, নারায়ণগঞ্জে ১১, চট্টগ্রামে ৯, কুমিল্লায় ৮, ময়মনসিংহে ৬।

এবং রিপোর্টে এক বিস্ফোরক তথ্যে বলা হয়েছে, এই বছর হিন্দু সম্প্রদায়ের ওপর বাংলাদেশে কমপক্ষে ৪২টি হামলার ঘটনা ঘটেছে।

এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, ‘মব’ সৃষ্টি করে নাঈম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। তিনি পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন। তাঁর বাড়ি জেলার সদর উপজেলায়।

জানা গেছে, ঘটনার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাঁকে ব্যাপক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেট কারটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

এই সুযোগের অপেক্ষাতেই হয়তো ছিলো মব সন্ত্রাসীরা। ঘটনায় মোটরসাইকেলের আরোহীরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।

তারপর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে তাঁকে ফেলে রেখে যায় তারা। ঘটনার খবর পেয়ে নাঈমকে তাঁর স্বজনেরা উদ্ধার করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *