ঢাকা: নতুন বছরের শুরু হিন্দু নিধন দিয়ে। আবারো জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা এক হিন্দু ব্যক্তিকে।

শরিয়তপুরে খোকন চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে প্রথমে “কোপানো” হয় পরে শরীরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে এইভাবেই।

জানা গেছে, বুধবার বাড়ি ফেরার পথে ৫০ বছর বয়সি খোকন দাসের ওপর চড়াও হয় একদল হিন্দুবিরোধী।

প্রথমে তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়। এরপর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করে।

গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

তাঁর স্ত্রী বিচার চাইছেন এই ঘটনার। খোকন দাসের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

আহত খোকন দাসের স্ত্রী সীমা রানী দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তাঁর অবস্থা খুবই খারাপ। যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *