রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চালিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় আচমকা পা ভেঙে গেলো এক শিক্ষার্থীর । ঐ ছাত্রীর নাম মোছা. লিজা আক্তার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আহত মোছা. লিজা আক্তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী।
যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।
ঘটনা সম্পর্কে জানা যায়, বিকেল ৩টার দিকে ক্যাম্পাস থেকে ছাত্রী হলের সামনের রাস্তার পূর্বপাশ দিয়ে নিজ হলের দিকে ফিরছিলেন লিজা আক্তার। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীত পাশ থেকে আসা ব্যক্তিগত গাড়িটি তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষার্থী সাথে সাথে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় রামেক হাসপাতালে।
তাঁর পায়ের একটা জায়গা ভেঙেছে। তবে ঐ অধ্যাপকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
