ঢাকা: তীব্র কুয়াশায় সমস্যায় পড়ে যায় খেটে খাওয়া মানুষগুলো। নৌরুটে ফেরি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
অবশেষে প্রায় টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কা প্রবল থাকে। ফলে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখে। এতে করে অবশ্য উভয় ঘাটে শত শত যানবাহন আটকে পড়ে। যাত্রী ও চালকদের ভোগান্তি হয়।
যদিও শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব অনেকটাই কমে যায়। তারপরেই ১৪টি ফেরি দিয়ে পারাপার শুরু হয়।
