নরসিংদী: নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।
হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশায় লেখক ও গবেষক।
এইচএসসি পাশ সাথে লেখক ও গবেষক।আর টকশোতে এসে জাহির করার চেষ্টা করেন অনেক বড় জ্ঞানী। হায়ের জুলাই!
তবে কোন বই তিনি লিখেছেন, গবেষণার বিষয় এসব জানতে চায় ভোটাররা।
পেশা অনেক সম্মানের দেখালেন। তা তিনি কতটা সম্মানীয়?
অদ্ভুত পেশা এবং আয়। সামঞ্জস্য নেই। পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৪০ হাজার টাকা, অথচ বাজারে তাঁর কোনো প্রকাশিত বই নেই।
তাঁর বাৎসরিক আয়ের পুরোটাই আসে কথিত লেখালেখি থেকে। তবে বিষয় হচ্ছে তাঁর কোনো বইয়ের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। বই ছাড়াই লেখালেখি খাত থেকে এই আয়ের বিষয়টি আসলে কী?
তাঁর কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমেই বছরে তার আয় ৩ লাখ ৪০ হাজার টাকা।
তার সম্পদের মধ্যে নগদ অর্থ ৩ লাখ টাকা দেখানো হয়েছে। আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ ২ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন।
তবে তার নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, যানবাহন বা অন্য কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।
হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।
এছাড়া তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
