ঢাকা: জামাতের আরেক ব্যানার ইনকিলাব মঞ্চ তেড়েফুঁড়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ নামক নয়া অস্ত্রকে শান দেয়া হচ্ছে।

আজ ফের শাহবাগে এরা। হাদি যেমন ভারতবিরোধী ছিলো, তাঁর শিষ্যরাও তো একই পথের অনুসারী।

এক কট্টরপন্থী হাদিকে নিয়ে সারা বাংলাদেশ জ্বালিয়ে দেয়া হয়েছে। এরা ভারতবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশজুড়ে।

এদিন ফের ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছে এরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *