ঢাকা: পাকিস্তানকে কড়া বার্তা দিলো ভারত। পাকিস্তানকে পরিষ্কার ‘খারাপ প্রতিবেশী’ বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, ভারত প্রতিবেশি প্রথম নীতিতে বিশ্বাসী! কিন্তু এমন জঙ্গী প্রতিবেশি নয়।

সন্ত্রাসবাদ থেকে নিজেদের দেশের মানুষকে রক্ষা করার অধিকার রয়েছে, এ কথা স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রী।

মাদ্রাজের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গ। তিনি বলেন, “কেউ আমাদের বলে দিতে পারে না যে আমরা কী করব না করব।”

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে বিদেশমন্ত্রী বলেন, “খারাপ পড়শি থাকতেই পারে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের আছে। যখন খারাপ প্রতিবেশী থাকে, যদি পশ্চিমে দেখেন, যদি কোনও দেশ ইচ্ছাকৃতভাবে, ক্রমাগত ও বিনা উসকানিতেই সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাহলে আমাদের অধিকার রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মানুষদের রক্ষা করার। আমরা সেই অধিকার প্রয়োগ করব। এবার কীভাবে সেই অধিকার প্রয়োগ করব, সেটা আমাদের উপরে। নিজেদের রক্ষা করতে আমরা যা কিছু করব।”

জয়শঙ্কর বলেন, “বহু বছর আগে আমরা জল বন্টনের চুক্তি করেছিলাম, কিন্তু যখন দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হতে হয়, তখন কোনও ভাল প্রতিবেশীর মতো ব্যবহার করা চলে না। যদি ভাল প্রতিবেশীর সম্পর্ক না থাকে, তাহলে তার সুযোগ-সুবিধাও পাওয়া যাবে না। তুমি বলতে পার না যে প্লিজ আমায় জল দাও, কিন্তু আমরা সন্ত্রাসবাদ চালিয়ে যাব। এটা গ্রহণ করা যেতে পারে না।”

বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “ভারত নানা ধরনের প্রতিবেশী পেয়েছে। যদি তোমার ভাল কোনও প্রতিবেশী থাকে বা অন্তত ক্ষতি না করে, তাহলে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে যে তার প্রতি মানবিক হওয়া, তাকে সাহায্য করা। আমরা দেশ হিসাবে সেটাই করি।”

বিদেশমন্ত্রী সাফ বলেন, “তুমি জল চাইছ আমার থেকে কিন্তু আমার বিরুদ্ধেই সন্ত্রাস চালিয়ে যাবে, সেটা তো হবে না।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *