ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ভারত বিরোধী যাচ্ছেতাই স্লোগান চলছেই।
এক পাতি নেতা হাদির হত্যা ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বিগত দেড় বছরে হিন্দুদের ওপর চরম নির্যাতন চলেছে তবে এর চরম প্রকাশ যেন ঘটে হাদির মৃত্যুর পর।
দীপু চন্দ্র দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়। তারপরেও আরেকজনের ওপর আগুন দিয়ে হত্যাচেষ্টা হয়েছে। এই পৈশাচিকতা কোনো সভ্য দেশে হয়?
এই নিয়ে ভারতে প্রতিবাদ হয়।
এমন উত্তাল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আঁচ এবার এসে পড়ল আইপিএলেও।
আসন্ন আইপিএল মরশুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তবে এই দলবদল নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, বাংলাদেশে যখন এমন পরিস্থিতি, তখন মুস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া কতটা উচিত কাজ হবে?
তাছাড়া এই মুস্তাফিজুর সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নীরব থেকেছেন। কোনও অবস্থান নেননি।
এহেন পরিস্থিতিতে অনেকেই কেকেআরের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাঁদের দাবি, বর্তমান পরিস্থিতিতে কোনও বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত নয়।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বোর্ডের এক শীর্ষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, “এই বিষয়টি বিসিসিআইয়ের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারবেন না। এমন কোনও নির্দেশ সরকারিভাবে দেওয়া হয়নি। ফলে এই মুহূর্তে বোর্ডের হস্তক্ষেপের প্রশ্ন নেই।”
তিনি খেলতে পারবেন কিনা, তা হয়তো সময়েই জানা যাবে।
