ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর ডিসেম্বরে দেশে ফিরেছেন তারেক রহমান। ইতিমধ্যে মারা গিয়েছেন তাঁর মা খালেদা জিয়া। মাথায় এখন বিশাল দায়িত্ব তারেকের।
আসন্ন নির্বাচনে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ থেকে ভোটে লড়ছেন তারেক রহমান। নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন কত টাকার মালিক তিনি।
নিজের হলফমানায় খালেদা পুত্র তারেক জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লক্ষ টাকা।
এর মধ্যে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু, আসবাব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ৯৩ লাখ টাকার মতো।
অস্থাবর সম্পদের মধ্যে তারেক রহমানের ব্যাংকে জমা ও নগদ রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার টাকার কিছু বেশি। শেয়ার আছে সাড়ে ৬৮ লাখ টাকার।
ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে ৯০ লাখ ২৪ হাজার টাকার কিছু বেশি। সঞ্চয়ী এবং অন্যান্য আমানত রয়েছে ১ লাখ ২০ হাজার টাকার।
তাঁর আসবাবের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। সোনা ও অন্যান্য ধাতুর মূল্য ২ হাজার ৯৫০ টাকা (অর্জনকালীন)।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে দুই একরের কিছু বেশি অকৃষিজমি, যার অর্জনকালীন মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। ২ দশমিক ৯ শতাংশ উপহার পাওয়া এবং তার মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।
তারেকের স্ত্রী জুবেইদার মোট সম্পত্তি এক কোটি ৫ লক্ষ ৩০ হাজার টাকা।
তারেক রহমানের নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই।
