ঢাকা: শীতে কাহিল গোটা দেশ। ঢাকাতেও শীত প্রচুর। ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
শীতের দাপটে যশোরের জনজীবন কাবু হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, ছিন্নমূল ও প্রান্তিক মানুষ তীব্র ঠান্ডায় কষ্টে পড়েছেন। এই ঠান্ডাতেও পেটের দায়ে কাজের সন্ধানে বের হতে হচ্ছে শ্রমজীবীদের।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছে। দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে ঢাকায়। সেই সঙ্গে থাকবে বাতাসে আর্দ্রতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
