ঢাকা: মুস্তাফিজুর রহমানকে ‘নিষিদ্ধ’ করেছে বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময় তথা ৫ আগস্টের পর থেকেই ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত বিদ্বেষী মনোভাব, হিন্দু হত্যা এসব চলছেই, তাঁর মধ্যেই ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

ভারত প্রতিবেশীকে ঠকায়নি। কিন্তু বাড়তে বাড়তে সবকিছুর একটা লাগাম আছে।

পাতি, ভারত বিদ্বেষী নেতা হাদির মৃত্যুর পর দেশের পরিস্থিতি আরো গম্ভীর হয়ে ওঠে। হাদির হত্যা ঘটিয়ে দেশে একের পর এক জ্বালাও পোড়াও শুরু হয়। হিন্দুকে রীতিমতো পুড়িয়ে মারা হচ্ছে।

এর আঁচ ভারতেও পড়ে। প্রতিবাদ চলছেই।

উত্তেজনার আঁচ এবার সরাসরি পড়ল ক্রিকেটের বাইশ গজে।

আইপিএল মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও, শেষ পর্যন্ত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) তাঁকে রিলিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় ফিজকে দলে নিয়েছিল নাইটরা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দুদের ওপর মৌলবাদীদের হামলার ঘটনায় ভারতের ক্রিকেটপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন।

দাবি উঠছিল, বাংলাদেশের কোনও খেলোয়াড়কে আইপিএলে রাখা যাবে না।

অবশেষে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য।

আবার এও বলেন, “দল চাইলে তাঁর বদলে অন্য কোনো বিদেশি প্লেয়ারকে বিকল্প হিসেবে নিতে পারবে, তাতে বোর্ডের অনুমতি থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *