চট্টগ্রাম: দেশজুড়ে চলছে সন্ত্রাস, চাঁদাবাজি। বিশেষ করে টার্গেট আওয়ামী লীগ, ব্যবসায়ী। সন্ত্রাসীরা পুলিশের চোখের সামনে গুলি করে পালিয়ে যাচ্ছে, পুলিশ আসছে ঘটনাস্থলে দুই ঘন্টা, তিন ঘন্টা পরে।
ইউনূসের জামাতি প্রশাসন এভাবেই কাজ করছে। তাছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসনের প্রতি আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি তো আছেই।
এবার চট্টগ্রামে চাঁদা না পেয়ে শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরা গুলি ছুড়েছে।
এমনটাই জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) সকালে নগরের চন্দনপুরা এলাকায়। জানা গেছে, গোলাগুলির সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মুজিবুর রহমানের কাছে টাকা দাবি করা হয়েছিল।
পুলিশ বলছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পলাতক সাজ্জাদ আলীর অনুসারীরা কোটি টাকা চাঁদার দাবিতে ওই বাড়ি লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি করেছে। বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘মাস দেড়েক আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি বিদেশি নম্বর থেকে আমাকে ফোন করে টাকা দাবি করেন। বিষয়টি ওই সময় আমি আমলে নেইনি। আজ ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম।’
উল্লেখযোগ্য যে, মুজিবুর রহমান আওয়ামী লীগ করতেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
