তেজগাঁও: বাংলাদেশে এখন হত্যা একদম পান্তা ভাতের মতো হয়ে গেছে। যখন যাকে ইচ্ছা হত্যা করা হচ্ছে। আর চলছে সড়ক অবরোধ করে নিত্য যাত্রীদের হেনস্থা।
এবার সহপাঠী হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
এই অবরোধের ফলে ফার্মগেট মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়তে হয় পথচারীদের।
আজ, রবিবার (৪ জানুয়ারি) সকালে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’—এমন স্লোগানের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক, আশপাশের এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
মূলত, ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর রাতে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ লাগে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন।
তবে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি।
১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান।
