ঢাকা: দেশজুড়ে চলছে প্রতিহিংসামূলক রাজনীতি।
সাবেক সংসদ সদস্য ও মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহউদ্দিন জুয়েল এবং স্বার্থসংশ্লিষ্টদের ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডি। জব্দ করা অর্থের পরিমাণ প্রায় ৪৮ কোটি ৪৭ লাখ টাকা।
১২৩টি ব্যাংক হিসাবের ৪৮ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৫৭০ টাকা, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও আইসিবি সিকিউরিটিস ট্রাডিং কোম্পানি লি. ও রোয়্যাল ক্যাপিটাল লি. এর ৩টি বিও হিসাব আছে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বলেন, সাবেক সংসদ সদস্য মধুমতি ব্যাংকের ভাইস শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ১২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।
