ঢাকা: বাংলাদেশে অহরহ উঠছে ভারত বিরোধী স্লোগান। হিন্দুদের সব কেড়ে নেয়ার ষড়যন্ত্র, পুড়িয়ে মারা ইত্যাদি অমানবিক অত্যাচারে সন্ত্রস্ত সংখ্যালঘুরা।
এসব অন্যায়ের প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক। ভারতেও প্রতিবাদ চলছে বিভিন্ন রাজ্যে।
এদিকে মোস্তাফিজুরকে নিয়ে আসিফ নজরুলের আবারো ফাঁকা আওয়াজ শোনা গেলো। তিনি উস্কে দিলেন আরো বেশি। দেশে হিন্দু জ্বালিয়ে ভারতে নিরাপত্তাহীনতার প্রহসন তুলছে দেশ!
বাংলাদেশের সবচেয়ে স্ব-বিরোধী লোক যদি কেউ হয়ে থাকেন, তবে সেটা হচ্ছেন আসিফ নজরুল সাহেব। তাঁর চেয়েও স্ব-বিরোধী লোক বাস্তবে হয়তো থাকতে পারেন, তবে তিনি হচ্ছেন কাগজে কলমে সবচেয়ে স্ব-বিরোধী লোক।
ফেসবুক তাঁর খুব পছন্দের জায়গা। উস্কানি তিনি ফেসবুকে বরাবর দেন। আর ক্রিকেট নিয়ে এই বাড়াবাড়ির ফলে ভারতের কি খুব ক্ষতি হবে?
বাংলাদেশের ক্রিকেটের শেষ দেখতে পাচ্ছি। ভারতের সঙ্গে টক্কর দেয়ার মত বড় ক্রিকেট নেশন কি বাংলাদেশ? আসলেই?
ভারতের সঙ্গে না খেলে পাকিস্তানই শেষ! আসিফ নজরুল জামাতিদের খুবই ঘনিষ্ঠ এক বন্ধু।
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। এ বিষয়ে আসিফ নজরুল আরো উস্কে দিয়েছেন।
মূলত তাঁর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না।
আসলে বিচার বিবেচনা এত সহজে করা যায় না। আসিফ নজরুল তো একদিন কেটে পড়বেন, আর বাংলাদেশ ক্রিকেটটাই ডুববে। ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের আসলে কোনো প্রভাব নেই, বাস্তবতা না মানলে কঠিন।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
