ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গিয়েছে।
বর্তমানে তিনি ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রয়েছেন। ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছেন ওবায়দুল কাদের।
অসুস্থ তিনি বেশ কয়েকদিন ধরেই। কলকাতার নিউ টাউনে ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল।
গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। ভেন্টিলেশনে নিয়ে নেওয়া হয়।
