চট্টগ্রাম: নির্বাচনের আগে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে।
রাত ৮টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলি করেই চম্পট দেয়।
তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
