ঢাকা: মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত বাংলাদেশের উত্তেজনা এখন চরমে। বিশেষত আসিফ নজরুল গায়ের জোরে আগুনে ঘি ঢেলেছেন।

এমন জলঘোলা পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন, ভারতে আসা না আসা বাংলাদেশের সিদ্ধান্ত। তবে ভারত সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত।

নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে, যেন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো না রাখা হয়।

ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা নিরপেক্ষ দেশে আয়োজনের অনুরোধ জানানোয় বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

বিসিবি এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে।

হরভজন সিং বলেন, “গত কয়েক দিনে যেসব ঘটনা ঘটেছে, তার কারণে বাংলাদেশ ভারত আসতে চায় না। বাংলাদেশে যা ঘটেছে, তা ভুল। আইসিসিকে তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা (বাংলাদেশ) এখানে আসতে চায় কি না, সেটা তাদের নিজের সিদ্ধান্ত।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *