চট্টগ্রাম: মুহাম্মদ ইউনূস রিসেট বাটনে টিপ দিয়েছেন, সংস্কারের বাংলাদেশ বানিয়েছেন, যেখানে হত্যা ছাড়া কথা নেই।
এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিভৎস ঘটনা ঘটেছে। মোহাম্মদ শাহেদ ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
জানা গেছে, ঐ শিক্ষার্থী নিখোঁজ হয়ে গিয়েছিলো। নিখোঁজের পর অবশেষে মঙ্গলবার বাড়ির পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শাহেদ ইসলাম ব্যবসায় শিক্ষা শাখার এবারের এসএসসি পরীক্ষার্থী ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের সন্তান।
সোমবার সন্ধ্যা ৬টায় বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকেই নিখোঁজ হঠাৎ। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তারপরের ঘটনা তো রোমহর্ষক। মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির পাশের হাজারী বিলের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কে বা কারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
