ঢাকা: আগামিকাল ঈদ। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে এই বছর যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।

এবং সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপারে আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এটি সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেলো, এই বছর ২০২৫ সালের ৫ জুন পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এদিন সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে।

আর এই একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪,২৮৩ টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৮৫০ টাকা।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা।

২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫,৬২১ টি যানবাহন পারাপার হয়েছে এবং ২০২৪ সালের ১৪ জুন ৩ কোটি ৮৩ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছিল।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *