ঢাকা: জামাত নির্বাচন চায়না। কারণ, এটা ভার্চুয়ালি জামাত প্রভাবিত সরকার। সংসদীয় নির্বাচন চায় না জামাত। এটা আগেই পরিষ্কার হয়েছে।

নির্বাচন বানচাল করার জন্য যতরকম কৌশল আছে সব অবলম্বন করছে একাত্তরবিরোধীরা।

বাংলাদেশে হিংসাত্মক আন্দোলন চালাচ্ছে কট্টরপন্থী গোষ্ঠী। পরিবেশ অগ্নিগর্ভ করে রাখছে এরাই, আর বক্তব্য দিচ্ছে নির্বাচনের পরিবেশ নেই।

সোমবার জামাত গোষ্ঠী জানিয়েছে, “দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই”।

দলের শীর্ষনেতা (আমির) শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিমত ব্যক্ত করেছেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।’

‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ৩০ সহস্রাধিক (আন্দোলনকারী) আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না,’ উল্লেখ করা হয় এতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *