ঢাকা: নিজের দেশ সবার আগে। দেশের অপমান দেশকে সম্মান করা মানুষ মেনে নেন না।
ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি তো আগেই ঘটেছে। এখন তা আরো প্রকট। সেই আঁচ পড়েছে ২২ গজে। এবার নিজের দেশের কথা মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঋধিমা পাঠক।
ইন্সটাগ্রামে তিনি বুধবার তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে বেশ রসালো করে বিষয়টা অন্যভাবে শোনানো হচ্ছিলো। বলা হচ্ছিলো বিপিএল থেকে ঋধিমাকে বাদ দেয়া হয়েছে। তবে এই কথা সঠিক না। বললেন এটি সঠিক নয়।
সোশ্যাল মিডিয়া পোস্টে ঋধিমা পাঠক লেখেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে, একটা গল্প শোনা যাচ্ছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি ব্যক্তিগতভাবে বিপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে, আমার দেশ সবার আগে – সর্বদা।
এবং আমি যেকোনও একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাকে অনেক বেশি মূল্যবান মনে করি। আমি বছরের পর বছর ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সাথে এই খেলাটির সেবা করার সৌভাগ্য পেয়েছি। এতে কোনও পরিবর্তন আসবে না। আমি সততা, স্পষ্টতা এবং খেলার চেতনার পক্ষে দাঁড়াব। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনার বার্তাগুলি আপনার ধারণার চেয়েও বেশি মূল্যবান। আমার পক্ষ থেকে আর কোনও মন্তব্য নেই।’
মূলত মুস্তাফিজুর ইস্যুর পানি বহুদূর গড়াচ্ছে।
বিসিবি ঋধিমাকে বিপিএলের উপস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে।
তবে বর্তমান পরিপ্রেক্ষিতে ঋধিমা নিজেই বিপিএল ছেড়েছেন বলে জানালেন।
উল্লেখযোগ্য যে, ঋধিমা পাঠক ভারতের পরিচিত ক্রীড়া উপস্থাপকদের অন্যতম। ক্রিকেট, ফুটবল এবং একাধিক আন্তর্জাতিক ইভেন্টে তাঁর উপস্থিতি নিয়মিত।
