কুমিল্লা: সেই দাপুটে আসিফ মাহমুদ এবার নিজ এলাকায় ঝাড়ু মিছিলের শিকার।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজ এলাকার মুরাদনগর জনগণের ঝাড়ু মিছিল। ফুঁসে উঠেছে মানুষ। ফুঁসে উঠেছে এলাকার সর্বসাধারণ। উপদেষ্টা থাকাকালীন সময়ে তাঁর দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী।

খুন মব নারী নির্যাতন, বাবার লুটপাট সহ বহুমাত্রিক অপরাধের কারিগর তিনি।

বিএনপি ও সাধারণ জনগণ তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ করছে। আর তিনি বড় সাইনবোর্ড লাগান এমপি মন্ত্রী হবেন!

শিশু উপদেষ্টার দুর্নীতি যখন এত বড়, তবে ইউনূস সহ বুড়োদের দুর্নীতির অঙ্ক কত?

গত বছরের ৫ আগস্ট যদি সরকার পতন না হতো তবে বাংলাদেশে গৃহযুদ্ধের ডাক দিয়ে একটি ভিডিও করে রেখেছিলো আসিফ মাহমুদ, যা তার বয়ানেই পাওয়া গেছে৷

এই জঙ্গী বিদেশি চর ইউনূসের উপদেষ্টা পরিষদে গদি বাগিয়ে এখন একটার পর একটা সমালোচনার জন্ম দিচ্ছে।

উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ নীলা মার্কেটে হাসের মাংস খেতে না পেরে ওয়েস্টিনে ব্রেকফাস্ট করেছেন মাঝে মাঝেই।

কিন্তু ওয়েস্টিনে প্রতিমাসে ৪-৫ বার ব্রেকফাস্ট করার টাকা তিনি কোথায় পান?

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ুমিছিল এবং বিক্ষোভ সমাবেশ হয়।

শাহ মোফাজ্জল হোসাইনের অনুসারী নেতা–কর্মীরা বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এই কর্মসূচির আয়োজন করেন।

মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে সদরের আল্লাহু চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

সাবেক মেম্বার ছিনু আক্তার বলেন- আসিফ দূর্নীতিবাজ এ জন্য নির্বাচনে প্রার্থী হয়নি। সৎ সাহস থাকলে ভোটের মাধ্যমে লড়াই করত। ঢাকায় বসে ষড়যন্ত্র করত না। আমরা মুরাদনগরের মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা শুনতে পাচ্ছি খুনিরা আবারো সোচ্চার!

ওরা আমাদের মুরাদনগরের অভিভাবক কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে হত্যার ষড়যন্ত্র করছে। হুঁশিয়ার করে বলে দিচ্ছি দাদার উপর কোন রকম হামলার চেষ্টা করা হলে সারা মুরাদনগরে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ একটি অংশে বলেন, ‘আমার নিজ জন্মস্থান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন ঋণখেলাপি। ১৯০ কোটি টাকা তাঁর ঋণখেলাপি রয়েছে; কিন্তু তিনি সেই তথ্য হলফনামায় গোপন করেছেন।

পাশাপাশি তিনি তুরস্কের নাগরিক, এমন আইডি কার্ডও আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি। তিনি হলফনামায় এসব তথ্য গোপন করার পরও তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা হবে। আমরা নির্বাচন কমিশনের কোনো পক্ষপাতমূলক আচরণ বা বড় দলের প্রতি বিশেষ দৃষ্টি দেখতে চাই না।’

এই বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুরাদনগরের সংগঠক নাহিদুল ইসলাম প্রমুখ।

বলা হয় , ‘বর্তমানে এক নব্য ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ আসিফ মাহমুদ নিজের অপকর্ম ঢাকতে কায়কোবাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সে যদি সত্যিই বিপ্লবী হতো, তাহলে কখনো দুর্নীতিতে জড়াতো না।

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে একটি মিথ্যা বক্তব্য দিয়ে কায়কোবাদকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অপবাদে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে।

আসিফ মাহমুদের বাবা একজন দুর্নীতিবাজ, এবং সে নিজেও একজন দুর্নীতিবাজ। তাদের কাছ থেকে মুরাদনগরবাসী কখনো ভালো কিছু আশা করতে পারে না। ক্ষমতায় থেকে নির্বাচন আটকে রেখে যেভাবে সে দুর্নীতিতে জড়িয়েছিল, এখনো ঠিক সেভাবেই নানা ষড়যন্ত্র করে নিজের দুর্নীতি আড়াল করার চেষ্টা করছে’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *