ঢাকা: বাংলাদেশের সাধারণ জনগণের এখন উপায় একমাত্র ডায়েট, খাওয়া দাওয়া বন্ধ! কারণ সিলিন্ডার নেই, রান্না হবে কিসে?
এই সরকার অথর্ব সরকার। এরা অচল করেছে গোটা দেশ।
সরকারের চতুর্দিকে হায়নার দল কাজ করছে দুর্নীতি সিন্ডিকেট ও সুরা কারবার বন্ধ করতে পারছে না জঙ্গী সরকার। পারছে কেবল জঙ্গী আবাদ করতে।
সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সংগঠনটি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কার্যক্রম বন্ধ থাকবে।
নোটিশে বলা হয়, বৃহস্পতিবার অর্থাৎ আজ ৮ জানুয়ারি সকাল থেকে বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।
সমিতির সভাপতি সেলিম খান বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে বিক্রি শুরু হবে, না হলে বন্ধই থাকবে।”
