শরীয়তপুর: এই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বলছে তো অন্তর্বর্তী সরকার এবং ইসি।
আবারো ঘটলো ককটেল বিস্ফোরণের ঘটনা।
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি।
তা বানানোর জায়গাটা কোথায়? মাদ্রাসা?
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সোহান পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পরে ছিলো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
