মৌলভীবাজার: শীতে কাবু সারা দেশ। তীব্র শীতে মৌলভীবাজারের সাধারণ মানুষের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার অর্থাৎ আজ (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার শ্রীমঙ্গলে।
এইবার যেমন বাংলাদেশে শীত পড়েছে তেমনি ভারতে। ভারতের আসাম কাঁপিয়ে ফেলছে শীতে। স্কুলগুলো শুরু হওয়ার সময় পাল্টানো হয়েছে শীতের জন্য।
গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ শীত পড়েছে এই বছর।
বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। এদিন আরো কমল, এবং শীত বাড়লো।
বেশি শীত পড়ায় শিশুরোগ বাড়ছে, তাছাড়া বয়স্কদের সমস্যাও বাড়ছে।
