ঢাকা: এবার মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত চালানো হয় এই কঠোর অভিযান।
জানা যাচ্ছে, নিলাই এলাকার একটি সাবান উৎপাদনকারী কারখানাকে কেন্দ্র করে তল্লাশি চালানো হয়। মোট ১৩ জায়গায় অভিযান হয়।
এ সময় ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করে ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়।
এই কয়জনের বয়স ১৯ থেকে ৪৭ বছর।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের আছেন।
আটকদের মধ্যে রয়েছেন—তিনজন ইন্দোনেশীয় নারী, একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
