কুমিল্লা: একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা আজকালের স্বাভাবিক খবর হয়ে দাঁড়িয়েছে।

প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসছে। এবং মৃত্যু অনিবার্য। দিনে হাজারো দুর্ঘটনার শিকার হয়ে নিহত হচ্ছে মানুষ।

সড়কনিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় এবং তাদের জবাবদিহিতার অভাবে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে এমনটাই মনে করা হচ্ছে।

এবার কুমিল্লায় চলে গেলো ৪ তাজা প্রাণ।

কুমিল্লার দাউদকান্দিতে একটি মোটরসাইকেল, অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল এবং অটোরিকশা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে যায়। চাপা পড়ে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন লাগে।

চারজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। চারজনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *