রাজশাহী: শীত পড়েছে বেশ তীব্রভাবে দেশে। শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে।
রংপুর এবং রাজশাহী বিভাগসহ দেশের চার জেলার ওপর দিয়ে আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য তুলে ধরেছেন।
পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
বর্তমানে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে।
