ঢাকা: নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে।

খুচরা বাজারে মিনিকেট এবং নাজিরশাইল চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম কেজিতে বেড়ে গিয়েছে তিন থেকে চার টাকা।

শুধু তাই নয়, বেড়েছে মুগ ডাল, ছোট মসুর ডাল ও চা-এর দাম।

আরেকদিকে দেশে সিলিন্ডার নেই। লাকড়ির যুগে ফিরে গিয়েছে দেশ।

জনগণ কীভাবে চলবে, কী খাবে তা নিয়ে তিতিবিরক্ত হয়ে পড়েছে‌।

দেশে গ্যাস সিলিন্ডার সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি নির্ধারিত মূল্য ১,৪৫০ টাকার সিলিন্ডার এখন বাজারে ২,২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এতে সাধারণ মানুষ প্রতিটি সিলিন্ডারের জন্য ৮০০ টাকা অতিরিক্ত খরচ করছেন।

বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি বড় ব্যবসায়ী এই মূল্য বৃদ্ধি ঘটাচ্ছেন। এতে দেশের প্রায় ৪ কোটি সিলিন্ডার গ্রাহক মাসে প্রায় ৩২,০০০ কোটি টাকা অতিরিক্ত খরচের মুখে পড়েছেন।

তা সরকার বসে কী করছে যদি কোনোদিকে তাঁদের নিয়ন্ত্রণ নেই?

রাজবাড়ীতেও বেড়েছে সব শীতকালীন সবজির দাম। প্রতিটা সবজির দর বেড়েছে কেজিতে ১০ থেকে ৪০ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *